SaiF UddiN
Writter: Saif Uddin
.
ভাল মানুষ গুলোর জীবনে সত্যিই কষ্টের কোনো সীমা থাকে না, থাকে শুধু দুঃখের বেড়াজাল। একটি টপকালেই যেন আরেকটি এসে হাজির,আরও নতুন ভয়ঙ্কর রুপে।
সারা জীবন এই বেড়াজাল গুলো টপকাতে টপকাতে তারা হয়ে যায় বিধ্বস্ত। তবুও তারা এক পা দু পা করে এগুতে থাকে হার না মানা বীরের মতো।মহান আল্লাহ তা য়ালা তাদের চলার পথে শক্তি।সব সময় আল্লাহ ভীতি,মানুষের জন্য কাতরতা;তাদের কিছু করার শক্তি যোগায়।তারা আগাতে চায় স্বপ্ন বাস্তবায়নে তবু পারে না মানুষগুলোর অন্ধতার কারণে।তারা হতাশ এই ভেবে যে একই জাতির মানুষ কেনো এতটা নিমর্ম,এতোটা নির্দয়।তবুও চেস্টায় থাকে কিন্তু করার কিন্তু পারে না।
এমন অনেক রাত আছে, চোখের পানিতে বালিশ ভিজে তবুও কেউ দেখার থাকে না।
অঝোরে কাঁদে সারারাত।
তবুও দুঃখগুলো হাসির আড়ালেই রেখে দেয়।
আর দুঃখগুলো অসহনীয় হয়ে পড়লে সিগারেটের ধোঁয়ায় তা উড়িয়ে তার আনন্দ উপভোগ করে।
এমন ভাবেই হয়তো ভালো মানুষ গুলোর জীবন কেটে যায়।
Writter: Saif Uddin
.
ভাল মানুষ গুলোর জীবনে সত্যিই কষ্টের কোনো সীমা থাকে না, থাকে শুধু দুঃখের বেড়াজাল। একটি টপকালেই যেন আরেকটি এসে হাজির,আরও নতুন ভয়ঙ্কর রুপে।
সারা জীবন এই বেড়াজাল গুলো টপকাতে টপকাতে তারা হয়ে যায় বিধ্বস্ত। তবুও তারা এক পা দু পা করে এগুতে থাকে হার না মানা বীরের মতো।মহান আল্লাহ তা য়ালা তাদের চলার পথে শক্তি।সব সময় আল্লাহ ভীতি,মানুষের জন্য কাতরতা;তাদের কিছু করার শক্তি যোগায়।তারা আগাতে চায় স্বপ্ন বাস্তবায়নে তবু পারে না মানুষগুলোর অন্ধতার কারণে।তারা হতাশ এই ভেবে যে একই জাতির মানুষ কেনো এতটা নিমর্ম,এতোটা নির্দয়।তবুও চেস্টায় থাকে কিন্তু করার কিন্তু পারে না।
এমন অনেক রাত আছে, চোখের পানিতে বালিশ ভিজে তবুও কেউ দেখার থাকে না।
অঝোরে কাঁদে সারারাত।
তবুও দুঃখগুলো হাসির আড়ালেই রেখে দেয়।
আর দুঃখগুলো অসহনীয় হয়ে পড়লে সিগারেটের ধোঁয়ায় তা উড়িয়ে তার আনন্দ উপভোগ করে।
এমন ভাবেই হয়তো ভালো মানুষ গুলোর জীবন কেটে যায়।
Comments
Post a Comment