SaiF UddiN
বেঁচে থাকার জন্য কিছু না কিছু স্বপ্ন থাকা জরুরী । যার কোন স্বপ্ন থাকে না , সে উপলক্ষ খোঁজে । যার কোন উপলক্ষ থাকে না , সে অজুহাত খোঁজে । যার কোন অজুহাতও থাকে না , সে আসলে মৃত ।
এরকম অসংখ্য মৃত মানুষ আমাদের চারপাশে হাসি হাসি মুখ নিয়ে ঘুরে বেড়ায় । এদের আসলে কিচ্ছু নেই , একেবারেই নিঃস্ব এরা । কিছু মিথ্যে সান্ত্বনা নিয়ে এরা বেঁচে থাকার অভিনয় করে যায় দিনের পর দিন ।
এই মানুষগুলো জীবনের কাছ থেকে এত বেশী পরিমান আঘাত পেয়েছে যে , এরা এখন পাথর হয়ে গেছে । এরা এক সময় দিনের পর দিন , রাতের পর রাত আড়ালে মুখ লুকিয়ে কেঁদেছে । শত শত নির্ঘুম রাত জানলার গ্রিল ধরে ভোর হয়েছে । হাজারো নোনাজল রাতের নরম বাতাসে হারিয়ে গেছে ।
সময়ের সাথে সাথে এরা বুঝতে পারে , কান্না দিয়ে একজীবন পার করা খুব কঠিন । দু'দিনের জীবনটা আসলে দু'দিনের না , বড় দীর্ঘ এই জীবন । বেঁচে থাকতে হলে হাসতে হবে । হোক-না সেটা মেকি হাসি ।
.
আমার এক কাজিন আছে । খুব হাসিখুশি । সবসময় মুখে হাসি লেগেই থাকে । ছয় বছর আগে ওর বিয়ে হয়েছিল , লাভ ম্যারেজ । দু'বছর আগে বিয়টা ভেঙে যায় । ওর একটাই দোষ , 'ও' কখনো মা হতে পারবেন না ।
প্রথম প্রথম খুব কাঁদতো । কয়েকবার সুইসাইড করারও ট্রাই করেছিল , কাজ হয় নি ।
আসলে বেঁচে থাকা যতটা কঠিন , মরে যাওয়া তার চেয়ে হাজার গুন বেশী কঠিন ।
ধীরে ধীরে ও বুঝতে শিখেছে , এভাবে জীবন টেনে নেয়া অসম্ভব ।
.
'ও' এখন একটা স্কুলে পড়ায় । নিজেকে এই বলে সান্ত্বনা দেয় যে , এই বাচ্চারাই ওর সন্তান । ওদের ছোট ছোট মুখগুলো দেখলেই না-কি নিজের সব অপূর্ণতা মুছে যায় । সত্যিই কি তাই ?
সারাদিন বাচ্চাদের সাথে সময় কাটায় । আর সন্ধ্যা হলেই ফেসবুকে বিজি হয়ে পড়ে । গভীর রাত পর্যন্ত বিভিন্ন পেজ ঘুরে ঘুরে গল্প পড়ে । ভালোবাসার গল্পগুলোর মাঝে নিজের হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষটাকে আজও খুঁজে বেড়ায় । কিন্তু মেয়েটা জানে না , তার ভালবাসার মানুষটা আজ অন্যের হয়ে গেছে । এই গভীর রাতে সে এখন অন্য কোন নারীর গর্ভে আগামীর বীজ বপনে ব্যাস্ত ।
না । মেয়েটা সবকিছু জানে , সবকিছু বুঝে । কিন্তু ভেতর থেকে মেনে নিতে পারে না । তাই সে সান্ত্বনা খুঁজে । অন্যের গল্পের মাঝে নিজেকে বাঁচিয়ে রাখতে চায় । বাঁচিয়ে রাখতে চায় নিজের ভালোবাসাকে . . . ভালোবাসার মানুষটাকে . . . একান্ত নিজের মত করে ।
.
মেয়েটা এখন দু'দিন পর পর নিজের ওয়ালে ছোট বাচ্চাদের ছবি শেয়ার করে । একেক জন একেক রকম কমেন্ট করে । সে হাসিমুখে সবার রিপ্লাই দেয় । তবে একটা কমেন্টের রিপ্লাই সে কখনোই দিতে পারে না । যখন কেউ জিঙ্গেস করে , "আপু বেবিটা কি আপনার ?"
মাঝে মাঝে সে ছোট্ট একটা মুচকি হাসির ইমু দেয় ।
সেই হাসির আড়ালে যে একটা "জীবিত মৃত" মানুষের প্রতিচ্ছবি লুকিয়ে থাকে , সে খবর কেউ জানে না . . . কেউ না ।
Comments
Post a Comment