_বাস্তব সমাজ_



লেখাঃ ____Saif Uddin
...
সকাল বেলা পাশের গলি দিয়ে অফিস যাচ্ছি. রাস্তার দুপাশে ফুতপাতের দোকানীরা দোকানগুলো সাজাতেই ব্যস্ত॥ এটাই হয়তো ব্যস্ত জীবন! যার যার কর্মের তাগীদে ছুটছে..!
...
কিছুটা দুর হাটার পর একটা ৭-৮ বছরের বাচ্চাকে দেখলাম. বাচ্চাটি রাস্তার পাশে শুয়ে আছে.. দুর থেকে দেখেই প্রচন্ড মায়া হলো... কাছে গিয়ে বুঝতে পারলাম ছেলেটির শীতে খুব কষ্ট হচ্ছে.! তার পাশে আমাকে বসতে দেখে সেও বসে পড়লো.. (মানতে হবে ছেলেটি ভদ্র) কোন এক কারন বসতো তার প্রতি খুব মায়া হচ্ছিলো...
-- এই ছেলে তুমি এখানে কেন, কে তুমি?
উত্তরে ছেরেটি বলল......
-- ভাই আমার নাম শাকিল এইখানে রাতে শুয়েছিলাম..!
-- বাড়িতে কে আছে তোমার.?
-- কেউ নাই.. শুধু বুড়ি একটা দাদি আছে.!
এভাবেই তার পরিচয়.তার সকল বিষয়ে জানতে পারলাম.। ছেলেটির মা বাবা কেউ বেঁচে নেই.. এ কথাটা শোনার পর! একমুহুর্তের জন্য ওইছেলেটির জায়গায় নিজেকে ভাবতে লাগলাম। আজ আমিও এমন জায়গায় থাকতে পারতাম। উপরে একজন দক্ষ কারিগর আছেন॥ যে এই সকল কিছু নিয়ন্ত্রন করছেন., আসলেই বিধাতার কি খেলা কেউ অন্য নিয়ে নষ্ঠ করে. আবার কেউ ওই অন্যই ডাস্টবিন থেকে কুড়িয়ে খায়..!
...
ছেলেটি নিজের জন্য আর তার বুড়ি দাদির জন্য রাস্তায় ভিক্ষা করে.., কথায় কথায় ছেলেটি আমাকে বলল.......
-- আচ্ছা ভাই আপনি এখানে বইসেন নাহ্ ।
-- কেন.?
-- মানুষ আপনাকে খারাপ ভাববে।
-- কি আজব! খারাপ ভাববে কেন?
-- আপনি আমাকে ভিক্ষা দিচ্ছেন তাই মনে করে।
রাস্তায় বসে ছেলেটির কথা শুনতে শুনতে প্রায় এক ঘন্টা লেগে গেলো। পকেট থেকে ২শো টাকা বের করে ছেলেটিকে দিলাম...! পাশ দিয়ে হেটে যাওয়া একটা লোক আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে। যেন আমি অনেক বড় একটা অন্যায় করছি., অন্য দিকে মন না দিয়ে ওখান থেকেই অফিস গেলাম.!
...
পরে চিন্তা করলাম এটাই হচ্ছে আমাদের সমাজ! আর এটাই তার মধ্যে বড়ধরনের একটা সমস্যা.. নিজেতো কিছু করবেই না আর অন্য কাওকে কিছু করতে দেবেনা...! যদি করছেন তো আপনি ভুল করছেন.! এটাই মানুষের ধারনা।
...
যে যাই ভাবুক তাদের ইচ্ছা. কখনো অন্যের কথায় কান দিলে নিজেকে অন্যমানুষ মনে হয় আমি চলবো আমার তাগিদে.॥
...
নিজের মনটা কি বলে শুধুসেটা শোনো. কারন মন কখনো মিথ্যা বলেনা, মিথ্যা বলে মানুষের বিবেক...!
...
আপনার দেওয়া ৫টাকা ১০টাকায় আপনার খুব একটা ক্ষতিনা হলেও একটি পথের শিশুর মুখে খাবার তুলে দিচ্ছেন আপনি...! আপনার ৫টাকায় যখন একটা শিশু আপনারই সামনে ছোট্ট একটা হাসি দিয়ে নিজেকে খুশি করার চেষ্টা করে আমি জানি আপনার মাঝেও অদ্ভুত ধরনের এক আনন্দ কাজ করে...!

Comments