SaiF UddiN
ছেলেঃ আমি তোমাকে ভালবাসি; কিন্তু..?
.
মেয়েঃ ভালবাসো...আবার কিন্তু কি.??
.
ছেলেঃ কিন্তু আমাদের ভালবাসা হয়তো কখনোই সফলতা পাবেনা...!!
.
মেয়েঃ কেনো..??
.
ছেলেঃ আমার পরিবার কালো মেয়েকে কখনোই বউ হিসেবে মেনে নিবেনা..!!
.
মেয়েঃ অদ্ভুত...আমি কালো এটা কি আমার দোষ নাকি.?
.
ছেলেঃ মাথা নিচু করে...(চুপ-চাপ মুখে কোনো কথা নেই)
.
মেয়েঃ কি হলো বলো...আমি কালো হয়ে জন্মানো'টা কি আমার অপরাধ.?
.
ছেলেঃ নাহ...তা নয়..
.
মেয়েটি বাস্তব সত্য একটা প্রশ্ন ছেলেটিকে ছুড়ে দিয়ে উওরের অপেক্ষা করলেও কোনো উওর ছিলনা তার কাছে...তাই সে নিরবতাকে বেছে নেয়... ছেলেটির কাছে উওর না থাকলে কি হবে...আমাদের কাছে তো আছে; আমরা আপনাকে নিরাশ করতে পারিনা...
.
হুম আপনি কালো এতে সত্যিই আপনার কোনো দোষ নেই...সব দোষ আমাদের; দোষ আমাদের সমাজের..এই সমাজের গুটি কয়েক মানুষ'ই কালো-ফর্সার বিভেদ সৃষ্টি করেছে...তবে আপনি কালো বলে নিজেকে কখনই হেয় মনে করবেন না...আপনার থেকেও কদাকার মানুষ কিন্তু দুনিয়াতে আছে...তারা যদি খুশি থাকতে পারে তাহলে আপনি কেন পারবেন না...আপনাকে মনে মনে অনুপ্রেরনা যোগাতে হবে একজন অন্ধ...কিংবা একজন বাক প্রতিবন্ধীকে দেখে...একবার চিন্তা করে দেখুন তো আল্লাহ কি পারতোনা আমাকে-আপনাকে বিকলাঙ্গ করে সৃষ্টি করতে.? তাহলে সামান্য গায়ের রং নিয়ে কেন আপনি এত হতাশাগ্রস্থ.??
.
কালো হয়ে জন্মানো মানুষগুলোর মধ্যে অধিকাংশ মেয়েদের'কেই কম বেশি এই প্রশ্নের সম্মখিন হতে হয়...তারা তখন' কি বলে আমার জানা নেই...তবে আমার জায়গা থেকে বলবো সমাজের এই বৈসাম্যটা আমাদের কমিয়ে আনা দরকার...আজ সকালে এক আপুর থেকে আশ্চর্যজনক এক তথ্য পেলাম- শুধুমাত্র তার গায়ের রং কালো বলে নাকি তার ভালোবাসার মানুষটি তাকে এড়িয়ে চলে..কি অদ্ভুত মানসিকতার মানুষ আমরা তাইনা.?? হয়তো লেখাটি চোখে পড়লে আপুটি ফিক করে হেসে দিয়ে মনে মনে বললে পাগলটা যে কি সব লিখে....!!
.
আচ্ছা যে মানুষটা আপনাকে বলে ''ভালোবাসি ঠিক কিন্তু গায়ের রং কালো বলে সম্পর্কের সফলতা হয়তো আসবেনা...কিংবা পরিবার মানবেনা...সে কেন এটা ভাবেনা যে "সে-ও তো কালো হয়ে জন্ম নিতে পারতো; তাকেও তো আল্লাহ পাক প্রতিবন্ধি করে দুনিয়াতে পাঠাতে পারতো..সে যে চোখ দিয়ে কালো-ফর্সার বিচার করছে সেটাও তো আল্লাহপাক অন্ধ করে দুনিয়াতে পাঠাতে পারতো...!!
.
তথাপি যে ছেলে আপনাকে বলে আপনি কালো বলে সে বিয়ে করতে পারবেনা...সে আপনাকে মিথ্যা বলে...প্রচন্ড রকমের মিথ্যা...সে কখনই আপনাকে সত্যিকার রূপে ভালবাসতে পারেনি..শুধু বাহ্যিক দিকগুলোই তার চোখে পড়েছে; আপনার মন পর্যন্ত সে এখনো পৌছাতে পারেনি...এসব মানুষকে উস্টা দিয়ে জীবন থেকে তাড়িয়ে দেয়া উচিত...!!
.
উৎসর্গ সকল সাদা মনের কালো মানুষগুলিকে....!!
Comments
Post a Comment