SaiF UddiN
নীল শাড়ি পরে চুল খুলে সুন্দর করে সেজে রিস্কায় বসে আছে নিতু,খোলা হাওয়ায়, চারপাশ সবুজ।খারাপ লাগছেনা নিতুর।ভুল যেটা হয়েছে তা হলো বুড়া লোকের রিস্কায় উঠা। নিতু এত পাতলা পুতলা মেয়ে তাও টেনে নিতে পারছেনা রিক্সাওয়ালা।এত সুন্দরের মাঝে এই বেপার দেখেই নিতুর মন খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু নিতু মনে মনে ঠিক করে রেখেছে,তাকে একশর জায়গায় দুইশত টাকা দিবে।
এসব ভাবতে ভাবতে কেউ যেনো বললো,"আন্টি আচল ঠিক করেন"।আন্টি বলার কারনেই হয়তো আচল টেনে পিছে ফিরে তাকালো। তেমন কাউকে দেখতে পেলোনা।
.
এদিকে ফিরতেই কেউ দৌড়ে এসে রিস্কায় বসে পরলো।নিতু প্রচন্ড ভয় পেয়ে যায়।রিস্কাওয়ালা ও অবাক হয়ে পিছে ফিরে তাকায়।"চাচা কিছুনা,আপনি চালান।আমরা পরিচিত।হাহা"।
নিতু কিছুই বুঝতে পারেনা,ভয়ে কাপা গলায় বলে,
:কে আপনি?
:আমি?ওই যে শাড়ি ঠিক করতে বললাম।
:আপনি এখানে কেনো?
:আমাকে আমার বন্ধুগুলা দৌড়ানি দিয়েছে,তাই উঠে বসলাম।ওই যে একটা বন্ধু।
বলেই নিতু মাথার পিছে মাথা নিয়ে যায়।
:কি করছেন,উফ নামুন রিস্কা থেকে।
:আরে কি বলো,নামলে ওরা মাইর দিবে।থাকি কিছুক্ষন।
:অকে,কিছুক্ষনই কিন্তু।
:কোথায় যাচ্ছেন?
:কোথাও না।
:তাহোলে?
:১ঘন্টার জন্যে ঘুরতে বের হয়েছি,রিস্কা ১ঘন্টা ঘুরবে।
:কতক্ষন হয়েছে?
:২০মিনিট
:ভালো, আমার হাতেও অনেক সময় আছে।
:কিহ,আপনি নামুন।
:দেখুন,এখন কেউ দেখলে আপনাকেও ধরবে ওরা,সুতরাং।
:হুম
:এই দেখুন চকোলেট।
:তো,কি করবো?
:তাকিয়ে থাকুন।
:কেনো?
:চকোলেট তো তাকিয়ে থাকার জন্যে,তাইনা?
:নাহ,
:এই নিন,
:আমি কেনো নিবো,
:না নিলে ধাক্কা দিয়ে ফালিয়ে দিবো।
:আচ্ছা,আপনি কে?
:গাধী,আমি তুমি একসাথে ক্লাস করি,চিনতে পারছো না কেনো?
:অও।
:আচ্ছা,এখন যাই।কাল দেখা হবে,বাই।
:আরে শুনুন...
.
নিতু কিছুই বুঝতে পারেনা,যতক্ষন রিস্কায় ঘুরে সারাক্ষনই মনেহয় এই বুঝি কেউ রিস্কায় ঝাপ দিয়ে উঠে।
.
পরদিন ভার্সিটি তে,
:এই নিতু,এখানে দারিয়ে কেনো? বাসায় যাবেনা।
:দেখছেন না,বৃষ্টি হচ্ছে।
:দেখো আমার কাছে ছাতা আছে।
:আমি কি করবো,
:এই ধরো।
:আরে শুনুন..
বলতে বলতে ছেলেটি মাথায় বেগ ধরে তার বাইকের কাছে চলে যায়।নিরুপায় হয়ে ছাতা মাথায় দিয়েই পা বারায় নিতু।
.
হাটতে হাটতে ছেলেটির কথা ভাবে,ছেলেদের মাঝে কেউই নিতুর পরিচিত না,চেহারাও ঠিকঠাক চেনেনা নিতু।এই ছেলেটির নাম মাহির।প্রচন্ড চতুর ছেলে।এই ছেলে কেনো এরকম করছে কিছুই বুঝতে পারছেনা নিতু।
.
এভাবে টুকটাক কথা হয়,সব কিছুতেই অবাক হয় নিতু।আজকাল সেসব নিয়ে ভাবেনা নিতু।নতুন ঝামেলা যেনো নিতুকে জড়িয়ে আছে।
ভার্সিটির বড় ভাই,সবাই তাই বলে।সেই ছেলে নিতুকে অনেক জালাচ্ছে,সেদিন ক্লাস শেষে সিরি দিয়ে নামছে, সেখান থেকে হাত ধরে টেনে নিয়ে গিয়েছে..
:কি করছেন,ছারুন।
:তোমার প্রবলেম কি,এত ভাব?
:আমি কোন কথায় বলবোনা
:গালের মধ্যে একটা পরলেই সব ঠিক হয়ে যাবে।
:ছারুন হাত।
তখনি মাহির দৌড়ে আসে,
:আরে বড় ভাই,কি করেন,ছারুন
:কেন,তোর কি লাগে।
:আমাদের ক্লাসের মেয়ে,ছেরে দেন।
:ওর কত ভাব,তুই জানিস।
:ও আপনাদের চিনেনা ঠিকমতো,তাই।ছেরে দেন।আমি সব বুঝিয়ে দিবো।
:যা, ছেরে দিলাম।আরেকদিন কথা না শুনলে বুঝিস।
.
নিতু,এরা যা বলে তাই কইরো।তার চেয়ে বরং এরিয়ে চইলো।একবার এদের সাথে দ্বন্দ্ব লাগলে অনেক ঝামেলা হবে।
মাথা নিচু করে শুনে যাচ্ছিলো নিতু।চোখ দিয়ে জল গরিয়ে এই পরবে অমনি সময়ে কিছু না বলেই চলে গেলো।এর পর থেকে নিতু এদের এরিয়েই চলতো।
.
একদিন ভার্সিটি ছুটি হয়েছে ,নিতু দারিয়ে আছে রিক্সার আশায়।পিছন থেকে সেই ছেলেগুলি ডাকে।নিতু ভয়ে অস্থির হয়ে যায়,সাথেসাথে মাহির আসে সামনে। উঠে বসো,বাসায় নামিয়ে দেয়।পরিবেশ ভালোনা।কিছু না বলেই নিতু বাইকে উঠে বসে।হঠাত মাহির কিভাবে আসলো তা বুঝতে পারেনা নিতু,তাছারা নিতু কিছু না বলে কেনো উঠলো তাও তো কিছুই মাহির জিজ্ঞেস করলোনা।এসব নিয়ে কেমন যেনো লাগে নিতুর।মনেহয় গল্পের মত কিছু হতে যাচ্ছে।
.
এই কারনেই সেই বড় ভাইগুলো মাহিরকে প্রচন্ড মাইর দেয়,এতে পা ভেংগে হসপিটালে ভর্তি হতে হয়।
.
নিতু এটা শুনেই সাথেসাথে চলে যায় সেখানে,
মাহিরের আম্মু নিতুকে ধমকাতে থাকে সাবার সামনে,"তোমার জন্যে আমার ছেলের এই অবস্থা,কি আছে এই মেয়ের যে এরে ভালোবাসতে হবে।এসব শুনে দারিয়ে কাদতে থাকে নিতু,মাহির অবাক চোখে তাকিয়ে থাকে।কেউ কিছু বলছেনা,মাহিরের আম্মু ধমকে যাচ্ছে।
সেখানে বেশিক্ষন থাকা যায়নি,অনেকটা জোর করে বের করে দেয় নিতুকে,
:এই মেয়ে,আর আসবেনা এখানে।দেখছো, কি করেছো মাহিরকে।যাও এখন।
এই ঘটনা চারদিক ছরিয়ে যায়,সেই ছেলেগুলোকে ভার্সিটি থেকে বের করে দেয়।এতে হয়তো ছেলেগুলো আরো ক্ষেপে যায়,কিন্তু নিতুর কিছু করার নেই।
.
সেই পর থেকে মাহিরের সাথে কথা হয়নি নিতুর,পা ঠিক হয়েছে নাকি জানেওনা নিতু।
আজও রিস্কায় নিতু,
নীল শাড়িতে,বার বার মনেহয় এই মাহির আসবে। ধপ করে রিস্কায় উঠে বসবে কোন বাহানায়।আসুক না,আজ কিচ্ছু বলবেনা।এসব ভাবতেই ফুপিয়ে কাদতে থাকে নিতু,কিন্তু সত্যি মাহির চলন্ত রিস্কায় উঠে পরে,চমকে তাকায় নিতু।কিছুই বলেনা মাহিরকে,শুধু মুচকি হাসে।
.
আকাশ জুরে কালো মেঘ,বৃষ্টি ঝরে পরে।মাহির তার হাত নিতুর হাতে রাখে,আরেক হাতে কিছু লাল গোলাপ।.......
Comments
Post a Comment