ডাক্তার হওয়ার স্বপ্ন যখন শুধুই মৃত্যু__
--আম্মু ডাক্তারের ড্রেসে কেমন লাগছে আমায় বলো না? ও আম্মু। --ভাল না খুলে ফেলো। --প্লিজ আম্মু বলো? --বললাম না। একবার (ধমক দিয়ে) --জানও আম্মু। আমি সব কয়টা প্রশ্নের উত্তর ঠিক ভাবে দিলাম। তবুও ওরা আমাকে চান্স দিলও না। --(নিশির আম্মু চুপ করে আছে) --আমার সারা জীবনের স্বপ্ন শেষ হয়ে গেল আম্মু। আমার স্বপ্নটা ভেঙ্গে গেছে আম্মু। --(অপর দিকে মুখ করে নিশির আম্মু কাদতেছে) --কই বলও আম্মু। --এই বিষয়ে কোনো কথা শুনতে চাই না। যাও (ধমক দিয়ে,নিশির আম্মু) • • অতপর নিশি তার রুমে চলে গেল, আর বার বার ডাক্তারী এপ্রন পড়ে আয়নায় দেখতেছে, খুব কান্না করছে নিশি। এত ভাল ভাবে পরীক্ষা দিল আর ডাক্তারী তে চান্সই পেল না। অথচ তার বান্ধবী *সিমি* যে নাকি ঠিক মত পরীক্ষাও দেয়নি সে চান্স পেয়ে গেল। কত আশা ছিল সবাই এক নামে চিনবে, *ডাক্তার নিশি* নামে। • তাছাড়া ছোট বেলা থেকে যে মেয়ে সময় পরীক্ষায় স্টার পায় । আজ সে এত সহজে ঝরে গেল। ডাক্তারীর দরজা পর্যন্ত যেতে পারল না। তাহলে কি লাভ এইসব স্টার মার্ক করা রেজাল্টের। কি দরকার ছিল এই রেজাল্টের। বার একই প্রশ্ন শুধু মাথায় খেলছে নিশির। • যখন নিশির আব্বু রাস্তায় যাবে তখন সবাই হয়তবা খোটা দিবে। কারন তার আব্বুর স্বপ্ন ছিল মেয়ে তার ডাক্তার হবে। আর সেই টার জন্যই নিশি খুব খাটত ডাক্তার হওয়ার আশায়। কিন্তু আজ তার বাবার স্বপ্ন গুলো সব ঝরে গেল। • নিশি ডাক্তারী তে চান্স পায় নি এই ভেবে যখন নিশির আব্বু নীরবে কান্না করতে ছিল। তখন নিশিও দরজার পাশে দাড়িয়ে দেখেছিল তার বাবার কান্না। এইটা যেন সে কিছুতেই সহ্য করতে পারছে না। তাই স্টার মার্ক করা রেজাল্ট আর সার্টিফিকেট গুলো সব ছিড়ে ফেলল। আর পাগলীর মত নিজের বন্ধ রুমে কান্না করতে লাগল। • এরপর মাথার উপর ফ্যান টির দিকে তাকাল, সাত পাচ কি যেন ভেবে একটা সময় ফ্যান টা বন্ধ করে দিয়ে গায়ের ওড়না টা ফ্যানে লাগিয়ে, নিজের গলাতে প্যাচাল। অতপর নিশির দেহ টা নিথর হয়ে পড়ল। চোখ দুটি বুজে গেল চিরতরে। আর হ্যা চলে যাবার আগে শুধু একটা চিঠি লিখে নিজের বিছায় নিজের বাবার জন্য। . *বাবা আমাকে ক্ষমা করে দিও, তোমরা ভাল থেকো, নিজের আর মায়ের যত্ন নিও, তোমার স্বপ্নটা পুরন করতে পারলাম না তাই লজ্জায় চলে গেলাম দুরে, কারন সেইসব সন্তানদের বেচে থাকার কোনো প্রয়োজন নেই যারা তাদের বাবা মায়ের স্বপ্ন পুরন করতে সক্ষম না হয় -ইতি তোমার রাজকন্যা* • (বিদ্র:: কিছুই বলার নেই, আপনি হয়ত আমার থেকেও যথেষ্ট ভাল বুঝেবেন গল্পটা পড়ার পর। শুধু এতটুকুই বলব, এরপর থেকে আর একটা নিশিকেও যেন জীবন দিতে না হয় , বাকিটা বুঝে নিবেন) |
Comments
Post a Comment