এইই বাবু উঠো না ! দেখো না ঘড়িতে রাত ২টা বেজে গেছে । উঠো প্লিজ। উঠে ফ্রেশ হয়ে নাও ।
.
.
-- একটা মধুর স্বপ্ন দেখছিলাম কিন্তু আমার জান টা এসে সেই স্বপ্নটি মাটি করে দিল । আরেকটু ঘুমায় না জান তার পরে উঠবো, বলে বউয়ের হাতটা আমার বুকের ভিতরে জড়িয়ে রেখে আবার ঘুমাতে চেষ্টা করিলাম । কিন্তু বউ আমার এক ঝটকাতে হাতটা ছাড়িয়ে নিল ।
.
.
--এইই তুমি কি উঠবে । না হলে কিন্তু
আমি পানি ঢেলে দিব । বলতে না বলতেই এক গ্লাস পানি হাতে নিয়ে বউ আমার পাশে এসে বলে, "এই বার কিন্তু সত্যি সত্যি পানি ঢেলে দিব ।"
.
.
--এইইইই না ! মাইরালচে রে!! এই তো আমি উঠেছি । ঘুম চোখে বউয়ের দিকে তাকাতেই দেখি বউ মুচকি হাসছে । ইহা দেখে বউয়ের উপরে প্রচণ্ড রাগ হল । মন চাইতেছে ঠাডাইয়া একটা থাপ্পর দেই.....। কিন্তু পরক্ষনেই বউ আমাকে জড়িয়ে ধরে বলে "প্লিজ এবার ফ্রেশ হয়ে নাও তারপরে এক সাথে তাহজ্জত পড়ব" । কি আর করার
"বউ আমার এত মিষ্টি করে বলল, এমন মিষ্টি কথার জন্য পাহাড়ের উপর থেকে হাসিমুখে লাফ দিতেও পারবো ।" (প্যারাসুট নিয়ে)।
আর থাপ্পর মারিতে পারি না ।
.
.
--চোখে ঘুমের আভাসটা কেটে গেল । বউকে
জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করছে । ভাবলাম
রাতের রোমান্সটা সেরে নেই । কিন্তু বউকে জড়িয়ে ধরিতেই বউ আমায় একটা ঝারি দিল ।
.
--হইছে হইছে । অত ঢং দেখাতে হবে না বলেই বউ আমার টুথ ব্রাশে একটু পেষ্ট লাগিয়ে আমার হাতে ধরিয়ে দিয়ে দেখলাম মায়ের ঘরের দিকে পা বাড়ালো ।
.
-- ৪২০ ভোল্টেজে শক খাইলাম । যাক বাবা !
"আমার বউকে আমি জড়িয়ে ধরব এতে
ঢংয়ের কি হলো! "
.
.
মনে মনে বাবা মায়ের উপর খুব রাগ
হলো
।
দেশে এত মেয়ে থাকতে কেন যে তারা এমন মুখোশধারী (হিজাব পড়া) মেয়েকে আমার
গলায় ঝুলালো বুঝলাম না । আফসুস! এক গ্লাস আফসুস!
.
.
কলিগদের বউদের দেখি কত্ত সুন্দর টাইট জামা
পড়ে মার্কেটে যেতে মার্কেটিং
করতে । আর আমার বউকে সেভাবে কখনো মার্কেটে
নিয়া যেতে পারলাম না । আর যদিও যায়
তবে সেই মুখোশ (হিজাব) পড়ে যায় । যাক গা, বাদ দেন সেই দুঃখের কথা । এখন দ্রুত ফ্রেশ না হলে হয়তো আবার বউয়ের ঝারি খেতে
হবে ।
(ঝারি টা এখন তিন বেলার খাদ্যে পরিণত হইছে)
.
.
--ফ্রেশ হয়ে ওযু করে ঘরের ভিতরে
প্রবেশ
করতেই অবাক হলাম । অকা !
"একি দেখি! বউ আমার জায়নামাজের
পাটি
ফেলছে ।"
.
আমাকে দেখে বলে এতো দেরি
করছো কেন? আসো এখানে আসো ।
.
কি আর করার? অবাধ্য ছেলের মত
বউয়ের
পাশাপাশি দাঁড়ালাম ।
.
অকা! বউ দেখি জায়নামাজের
পাটি
থেকে একটু পিছিয়ে দাঁড়ালো!
.
মনে মনে ভাবলাম আমাকে বোধ হয়
স্বামী
হিসাবে পছন্দ হয় নি । তারপর বললাম, কি গো! পিছিয়ে
দাঁড়ালে যে!! আসো পাশা পাশি দাঁড়িয়ে নামাজ
পড়ি ।
.
বউ আমার তখন আদুরে গলায় বলে , "জী না
স্যার, আপনে ঐখানে দাঁড়াবেন আর
আমি
এইখানে"
। অতঃপর বউ আমাকে কোরআন হাদিসের
মাধ্যমে বুঝিয়ে দিল যে স্বামী
স্ত্রীকে
একটু আগে পিছে দাঁড়িয়ে নামাজ
আদায়
করতে হয় ।
.
--তাহজ্জদ শেষ করে মনে মনে ভাবলাম
এবার বউয়ের সাথে একটু রোমান্স করা যাক ।
বউ
জায়নামাজের পাটি ভাজ করছে ।
আমি বউকে
পিছন দিক থেকে জড়িয়ে ধরে বউয়ের
ঘাড়ে মাথা রাখলাম । কানে কানে ফিস
ফিস করে
বললাম "এই চলনা একটু দুষ্টুমি করি, তারপর না হয় সেহরী খাব"?
.
বউ সামনে ঘুরে আমার নাক ধরে বলে
খালি শয়তানি বুদ্ধি ।
ফাজিল একটা.......
.
মনে মনে বললাম নিজের বউ কে এ কথা
গুলা
বলা আবার কি এমন শয়তানি বুদ্ধি হল?
রাগ করে মাথা নিচু করে আছি আর ভাবছি, বউয়ের সাথে আর কথাই বলবো না ।
.
অকি ! পরক্ষণেই দেখি বউ আমার
গোমরা মুখ খানা দুহাতে আলতো করে
ধরে বলে , "উলে বাবুলে , আমার বাবুটা
দেখছি সত্যি সত্যি রাগ করেছে ।"
এমন মিষ্টি করে বলে যে আর রাগ করে থাকতে পারি না । তারপর গালে আলতো করে একটা ছোট্ট
মিষ্টি আদর দিয়ে বলে আম্মাজানের সেহেরীটা ঘরে
দিয়ে আসি তারপর হবে ।
.
.
বউ মায়ের ঘরে চলে গেল । এদিকে
আমার মনে সুখের বাতাস বইতে আরম্ভ করলো ।
আনন্দে বিছানা ঠিক করতে
লাগলাম । কিছুক্ষণ পর বউ ঘরে আসলো । তারপরে..................... বুঝেনইত! ....................(বাকিটা ইতিহাস) বাকিটা নাহয় না ই জানলেন......।
.
.
--মসজিদ থেকে মাইকে শুনা
যাইতেছে যে
সেহেরীর আর মাত্র ৪৫ মিনিট সময়
আছে । অতঃপর আমরা গোসল করে ফ্রেশ হইলাম । বউ আমাকে নিজ হাতে সেহরী খাইয়ে দিল । মনে মনে খুব খুশি হইলাম । সেহরী শেষে বউয়ের কোলে মাথা রেখে শুয়েছিলাম । আর বউ আমার চুলে হাত বুলিয়ে দিতেছিল ।
.
রাতের প্রহর কাটিতে লাগল । দুর
থেকে আযানের সুর ভেসে আসছে ।
.
চোখে ঘুম ঘুম ভাব। নামাজে
যেতে বড্ড আলসেমি লাগছে । বউ আমার পাশ থেকে উঠে জায়নামাজের পাটি নিয়া
আমার হাতে ধরিয়ে দিল ।
বুঝতে পারলাম নামাজে যাওয়াই
লাগবো ।
তারপর জায়নামাজের পাটি হাতে
নিয়ে মসজিদে যাওয়ার উদ্দেশ্যে হাঁটছি আর
বউয়ের কথা ভাবছি ।
.
.
বউ টা আমাকে খুব ভালোবাসে। এমন বউকে সারা জীবনই বুকে আগলে রাখতে ইচ্ছে করে । এমন বউ যার ভাগ্যে থাকে তার জীবন এমনিতেই সুন্দর হয়ে ওঠে।
.
.
বিঃদ্রঃ মানুষ মাত্রই ভুল। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
Thanks....!!
ReplyDelete