"মধ্যববিত্ত পরিবারের ছেলে গুলো,
জীবন যুদ্ধে বাস্তবতার প্রত্যক্ষ সৈনিক।
যারা জীবন সংগ্রামকে খুব ছোট থেকে উপলব্ধি করতে শিখে।
যাদের প্রতি'টা মুহূর্ত অতিক্রম করতে হয়,
জীবনে টিকে থাকার উপায় অন্বেষণে।
.
যাদের আবেগ কখনও প্রশ্রয় পায়না বাস্তবতার তাড়নায়।
যাদের ইচ্ছা-আকাঙ্ক্ষা গুলোকে চেপে রাখতে হয়,
কিছু সীমাবদ্ধতায়।
যাদের ম্লান হাসির রহস্যের গভীরতা অনেক।
যা কখনও হয়ত কেউ বোঝেনা।
যাদের কষ্ট গুলো লুকিয়ে থাকে রহস্যময় সেই হাসির পেছনে।
.
যারা হয়তো কখনও পারেনা প্রিয়তমাকে বিশেষ কিছু উপহার দিয়ে মুখে হাসি ফোটাতে।
পারেনা কখনও বিবেক কিংবা বাস্তবতার কষাঘাতে ভালবাসার মানুষ'টাকে সারা জীবনের জন্য আপন করে নিতে।
নিজ হাতে গড়া রঙিন স্বপ্ন গুলো'কে,
বাস্তবতার তাড়নায় নিজ হাতেই গলা টিপে হত্যা করতে হয়।
.
ভাগ্য'টাও যেন, প্রায় প্রতি'টা ক্ষেত্রে এদের প্রতিকূলে অবস্থান করে।
সব মিলিয়ে এদের জীবন'টা বাস্তবতার নির্মম কষাঘাতে
জড়া-জীর্ণ।
.
তবুও এরা কখনও দমেনা।
জীবন যুদ্ধে বিদ্রোহী সৈনিকের মত লড়ে যায়।
কখনও কারও কাছে ছোট হয়না।
নিজেদের আত্বসম্মান'টাই নিজেদের কাছে মহামূল্যবান।
যা কোনো কিছুর বিনিময়ে বিস্বর্জন দেওয়া চলেনা।
.
তবুও তারা স্বপ্ন দেখে,
নতুন করে বাঁচতে শিখে নতুন উদ্যমে।"
Comments
Post a Comment