খুব খুব ইচ্ছে করে রে... চুপি চুপি এভাবে তোকে দেখতে............।

fan page


জানিস খুব খুব ইচ্ছে করে... আলাদিনের চেরাগ কিংবা কোন যাদু বা মায়ার ছলে যদি অদৃশ্য হয়ে যেতে পারতাম... কিচ্ছু করতাম না রে... শুধু লুকিয়ে লুকিয়ে তোর ঘুম ভাঙা থেকে শুরু করে সারাদিনের কর্ম দেখতাম... মায়াশক্তিকে বলতাম- আমাকে অদৃশ্য করে দাও এরপর নিয়ে চলো_ চান্দুটার কাছে... মায়াশক্তি তোর ঘরের মাঝে আমাকে নিয়ে দাঁড় করিয়ে দিত... আমি তোর বিছানার পাশে এক কোণে চুপ্টি করে থাকতাম... দেখতাম তুই বাচ্চাদের মত করে কিভাবে ঘুমাস... ঘুমানোর আগে মোবাইলে কিংবা ল্যাপিতে আমার ছবিটাতে হাত বুলিয়ে দিস কি না... দেখতাম ঘুমের ঘোরে তুই কি করিস...? কিভাবে তুই ঘ্রর ঘ্রর করিস... ? রাত জেগে কোন কোন শাঁকচুন্নি আর কটকটির সাথে আড্ডাবাজি করিস... রঙ তামশা করিস... লুলামি করিস... খুক খুক... 
ইচ্ছে করে চুপি চুপি একদম অদৃশ্য থেকে দেখি কিভাবে ঘুম ভেঙ্গে তুই ওয়াশ রুমে যাস... কিভাবে গান শুনতে শুনতে শেভ করিস... আমি চুপচাপ পাশে দাঁড়িয়ে শুধু দেখবো... তোর দেয়া আফটার শেভ লোশনের স্মেল তোর গালের পাশে মুখ নিয়ে নেবো... তুই টের পাবিও না... কিভাবে আয়নায় মুখ দেখে হাসিস... আয়নায় আটকানো আমার কালো টিপটায় কিভাবে হাত বুলিয়ে দিস... লিপ্সটিকের লাল দাগে কিভাবে ঠোঁট ছোঁয়াতে মুচকি মুচকি হাসিস... কিভাবে বাচ্চুদের মত মুখে ফেনা তুলে দাঁত ব্রাশ করিস... খুব দেখতে ইচ্ছে করে রে কিভাবে টাওয়েল দিয়ে মাথা মুছতে মুছতে ওয়াশ রুম থেকে বের হয়ে আসিস... তোর চুল থেকে পড়া পানির ফোঁটা গুলি চুপিসারে হাতে নিয়ে খেলবো ... দু এক ফোটা ইচ্ছে করেই তোর গালে ছুঁড়ে দেবো তুই চমকে উঠবি...। 
খুব দেখতে ইচ্ছে করে বাচ্চু হাতিটা ডায়নিং এ বসে কিভাবে রসিয়ে রসিয়ে এত্তগুলা খায়... এরপর ঢেঁকুর তুলে কিভাবে আয়েশ করে জানালার ধারে কিংবা বারান্দায় দাঁড়িয়ে বিড়ি ধরায়... 
দেখতে ইচ্ছে করে কিভাবে তুই অফিসে যাওয়ার জন্য রেডি হইস... কিভাবে ওয়ালেট টা হাতে নিয়ে একবার সেখানে থাকা আমার ছবিতে চোখ বুলিয়ে নিস... বিছানার পাশের টেবিলে থাকা কালো ক্লিপ আর ভাঙ্গা চুড়িতে কিভাবে হাত বুলিয়ে দিস...আমি চুপি চুপি তোর পাশে দাঁড়িয়ে শুধু দেখবো... এরপর তোর দেয়া পারফিউম নয় ... তুই তুই একটা গন্ধ আছে সেটা বুক ভরে নেবো... একদম ছায়ার মত করে তোর পাশে হেঁটে হেঁটে যাবো... কিভাবে তুই ছটফট করতে করতে কিংবা মাথা নীচু করে হেঁটে যাস আমি তাই দেখবো... 
কিভাবে অফিসে বসে ল্যাপিতে কিংবা মোবাইলে আমাকে দেখিস... কিভাবে ধ্যানে মগ্ন থাকিস... তোর বাচ্চুদের মত ঘুমন্ত মুখটা আমার খুব ছুঁয়ে দিতে ইচ্ছে করে রে... ইচ্ছে করে তোর পাশে বসে চুপ চাপ দেখি... কিভাবে ঘুমের ঘোরে তোর বুকের ধুকধুকানি বয়ে চলে... কিভাবে মাঝ রাতে সিঁড়ি ঘরের মাঝ সিঁড়িতে বিল্লিটাকে পাশে নিয়ে চুপ চাপ বসে থাকিস... 
খুব খুব ইচ্ছে করে রে... চুপি চুপি এভাবে তোকে দেখতে............। 

Comments